নিহত সেলিম তালুকদারের মেয়ের দায়িত্ব নিল জামায়াত

3 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৭ মার্চ ২০২৫  

নিহত সেলিম তালুকদারের মেয়ের দায়িত্ব নিল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের কোলে ছাত্র আন্দোলনে সেলিম তালুকদার রমজানের মেয়ে রোজা। সোমবার দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকায়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত সেলিম তালুকদার রমজানের মেয়ে রোজার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার সেলিম তালুকদারের শ্বশুর বাড়িতে রোজাকে দেখতে এসে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

ড. শফিকুর রহমান বলেন, “এই শিশুটি নাম পরিবারের পক্ষ থেকে রাখা হয়েছিল রোজা। আমরা ওর নাম দিচ্ছি সাইমা সেলিম। এই শিশুর বড় হওয়া পর্যন্ত আমরা তার সঙ্গে থাকব। সে আমাদের পরিবারের সদস্য, আমাদের সবার কাছে আমানত। এই শিশুর পড়ালেখা, চিকিৎসাসহ তার বিয়ের দায়িত্ব জামায়াতে ইসলামের।” 

তিনি আরো বলেন, “আমরা সবাই মিলেমিশে একটা মানবিক বাংলাদেশ গড়ব। এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ মানুষের দুঃখে সাড়া দেবে। বাংলাদেশে সরকার জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র গঠন করবে। কোরআনের ভিত্তিতে এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি আমরা।”

জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার খুনিদের দ্রুত বিচার হোক, ন্যায় বিচার হোক দাবি করে জামায়াতের আমির বলেন, “বিচার হলেই শহিদদের পরিবার ও দেশবাসী শান্তি পাবে। সরকার প্রত্যেক শহিদ পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেটা দেওয়া হলে পরিবারগুলোর উপকার হবে। আহত যারা আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের সংগঠন থেকে তৌফিক অনুয়ায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকব।”

তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সেলিম ছিলেন মেজো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে গুলিবিদ্ধ হন তিনি। ১৫ দিন হাসপাতালে থাকার পর গত ৩১ জুলাই রাতে তার মৃত্যু হয়।

নিহত সেলিমের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের টিঅ্যান্ডটি এলাকায়। তিনি নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন। মারা যাওয়ার এক বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন সেলিম। তিনি মারা যাওয়ার ৪ দিন পর সুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন অন্তঃসত্ত্বা তিনি। মারা যাওয়ার আগে সেলিম তালুকদার জানতেন না তিনি সন্তানের বাবা হবেন। 
গত শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে সেলিমের স্ত্রী কন্যা সন্তান জন্ম দেন।

ঢাকা/অলোক/মাসুদ

Read Entire Article