পদ্মায় নোঙর করা জিওব্যাগ বোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা জিওব্যাগ বোঝাই মহসিন এক্সপ্রেস নামের একটি বাল্কহেড ডুবে গেছে। এতে ভেতরে থাকা দুই কর্মচারী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ঘাটে নোঙর করা বাল্কহেডের দড়ি ছিড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, মহসিন এক্সপ্রেস নামের ওই বাল্কহেডটি জিওব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙর করা ছিল। বাল্কহেডটির সামনের অংশের জিওব্যাগ নামানো হলেও পেছনের দিকে জিওব্যাগ বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নোঙর করা বাল্কহেডটির রশি ছিড়ে গেলে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা দুজন কর্মচারী নিখোঁজ হন। পরে ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোরে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা জিওব্যাগ বোঝাই মহসিন এক্সপ্রেস নামের একটি বাল্কহেড ডুবে গেছে। এতে ভেতরে থাকা দুই কর্মচারী নিখোঁজ রয়েছেন

এ বিষয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার লিয়াকত হোসেন বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দলের উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে পানির গভীরতা বেশি থাকায় বাল্কহেডটির সন্ধান পাওয়া যায়নি।

জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পেছনের অংশে অতিরিক্ত চাপের কারণে বাল্কহেডটি পদ্মায় ডুবে গিয়ে দুজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিধান মজুমদার অনি/এমএন/জেআইএম

Read Entire Article