পাবনায় চাঁদাবাজির অভিযোগে সংবাদকর্মী গ্রেপ্তার

7 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৫ মার্চ ২০২৫  

পাবনায় চাঁদাবাজির অভিযোগে সংবাদকর্মী গ্রেপ্তার

এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাস

ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) তাকে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়া এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোবারক বিশ্বাস ময়দানপাড়া এলাকার মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে এবং এটিএন বাংলা ও দৈনিক খবরপত্রের পাবনা প্রতিনিধি। আগের ৫টিসহ এ নিয়ে ৬টি মামলার আসামি হলেন তিনি।

তার বিরুদ্ধে অভিযোগ, গত ২২ ফেব্রুয়ারি পাবনার কোমরপুরের তামান্না এন্টারপ্রাইজের মালিক তোফাজ্জল বিশ্বাসকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে বিপুল অংকের টাকা দাবি করেন মোবারক। দিতে অস্বীকার করলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকিও দেন তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “তার বিরুদ্ধে আমরা একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। সেই অভিযোগে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতার কারণে ৫ আগস্ট তাকে গণপিটুনি দেয় ছাত্র-জনতা। আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগসাজসে এসব অপকর্ম করেছিলেন, কিন্তু পটপরিবর্তনে বিএনপিপন্থি পরিচয়ে দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছিলেন তিনি। 

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, “কেউই আইনের ঊর্ধ্বে নয়। তিনি যদি কোন অপকর্ম করে থাকেন তার দায়ভার তাকেই নিতে হবে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

ঢাকা/শাহীন/টিপু 

Read Entire Article