পারমাণবিক ব্যাটারি তৈরি করল চীন

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ২১:৪০, ১৫ মার্চ ২০২৫  

পারমাণবিক ব্যাটারি তৈরি করল চীন

কার্বন-১৪ আইসোটোপ পারমাণবিক ব্যাটারি তৈরি করেছে চীন। দেশটির কানসু প্রদেশের রাজধানী লানচৌতে অবস্থিত নর্থওয়েস্ট নরমাল ইউনিভার্সিটির গবেষকরা চিয়াংসু প্রদেশের একটি বেসরকারি পারমাণবিক ওষুধ কোম্পানি উক্সি বেইটা ফার্মাটেক যৌথভাবে এই যুগান্তকারী উদ্ভাবনটি করেছে।

তারা এর নাম দিয়েছেন চুলং-১। এটি খুব ঠান্ডা থেকে খুব গরম পর্যন্ত যেকোনো তাপমাত্রায় কাজ করতে পারে এবং সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় ১০ গুণ বেশি শক্তি জমা রাখতে পারে।

এই ব্যাটারিটি প্রায় ১০০ বছর ধরে একটানা বিদ্যুৎ তৈরি করতে সক্ষম, তাই এটি মেরু অঞ্চল, গভীর সমুদ্র বা মহাকাশযানের মতো দীর্ঘ সময় বিদ্যুতের প্রয়োজন এ স্থানগুলোর জন্য উপযুক্ত।

ঢাকা/হাসান/এসবি

Read Entire Article