পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

4 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে বিক্রির দায়ে যশোরে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ মার্চ) শহরের দড়াটানা ভৈরব চত্বরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।

যশোর শহরে তরমুজের বাজার চড়া—ক্রেতারা অনেক দিন ধরেই এমন অভিযোগ করে আসছিলেন। রমজান ও কয়েকদিন ধরে তাপপ্রবাহের কারণে একটু স্বস্তি পেতে এবার ক্রেতাদের কাছে তরমুজের চাহিদাও বেশি। এই চাহিদাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন। ক্রেতারা বলছেন, আগে বাজারে তরমুজ বিক্রি হতো পিস হিসেবে। কিন্তু কয়েক বছর ধরে ব্যবসায়ীরা তা কেজি হিসেবে বিক্রি করছেন। প্রতিকেজি ৭০-৮০ টাকা করে হওয়ায় ৪০০-৫০০ টাকার নিচে কোনো তরমুজ কিনতে পারছেন না তারা।

এ অবস্থায় তরমুজের বাজারে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সোমবার বিকেলে শহরের দড়াটানা ও ঘোপ বউ বাজার এলাকায় অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন, ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করছেন। এতে করে প্রতিটি তরমুজে ২০০-৩০০ টাকা পর্যন্ত লাভ করছেন তারা। এটা ক্রেতাদের সঙ্গে চরম প্রতারণা। অভিযোগ পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মিলন রহমান/এসআর/এএসএম

Read Entire Article