ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বরিশালের গৌরনদীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মাইনুল ইসলাম পলাশ নামের এক শিবির নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে শিবির।
মাইনুল ইসলাম উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে। তিনি গৌরনদী উপজেলা শিবিরের সেক্রেটারি।
শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা সেক্রেটারির পদ থেকে মাইনুলকে স্থায়ীভাবে বহিষ্কার করে চিঠি দেন ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রাম থেকে প্রবাসীর স্ত্রী তাকে আটক করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুল ইসলাম বদরপুর গ্রামের মুসল্লি বাড়ি মসজিদের ইমাম ছিলেন। ইমামতি করা অবস্থায় মসজিদ সংলগ্ন পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে প্রায়ই তিনি ওই নারীর ঘরে যাতায়াত করতেন। শুক্রবার (১৪ মার্চ) ভোরের দিকে ওই নারীর ঘরে ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হন মাইনুল। এসময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করেন।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল জানান, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে নারীসহ মাইনুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার দুপুরে আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাওন খান/এসআর/জেআইএম