ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবার দেওয়ান বংশের চতুর্থ প্রজন্মের শিল্পী সাগর দেওয়ান। বাউল সাধক আরিফ দেওয়ানের মাধ্যমেই সংগীত ভুবনে প্রবেশ তার। তাই সাগরের সুর আর গায়কিতে আরিফ দেওয়ানের প্রভাব পান অনেকেই।
সাগর দেওয়ান গান করে যাচ্ছেন নিয়মিতই। সেই ধারাবাহিকতায় আসছে রোজা ঈদ উপলক্ষে কণ্ঠ দিয়েছেন আরও এক নতুন গানে। ‘প্রেম সাগর’ শিরোনামের গানটি মূলত আধ্যাত্মিক ধাঁচের বলে জানান সাগর দেওয়ান।
গানটির কথা লিখেছেন ও সুর করেছেন হালের আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী জিসান খান শুভ। এই দুই তরুণ তুর্কির গানে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।
গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানটি নিয়ে সাগর দেওয়ার জানালেন, ‘দেওয়ান পরিবারের সন্তান আমি। আমাদের পরিবারে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় ২শ বছর ধরে। সুফিবাদ আর বাউলের যে মেলবন্ধ, তা খুব কাছে থেকে দেখেছি। চেষ্টা করছি এই ধারাতেই নিজেকে রাঙাতে। ‘প্রেম সাগর’ গানটিও এর ব্যতিক্রম নয়। আশা করছি শ্রোতাদের অন্য হৃদয়ের পাঁজর স্পর্শ করবে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, এবারের ঈদুল ফিতরে তাদের ইউটিউব চ্যানলে প্রকাশ পাবে ‘প্রেম সাগর’ গানটির ভিডিও। এর পাশাপাশি শ্রোতারা শুনতে পাবেন দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্লাটফর্মে।
এলআইএ/এমএস