ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:৩৫, ২৩ মার্চ ২০২৫
ফাইল ফটো
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি (৪৫) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
রবিবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে ফতুল্লার কোতালেরবাগ এলাকার রেল লাইনের পাশের সড়কে ঘটনাটি ঘটে।
নিহত ইসহাক মিঝি চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি শফিক নামে এক ব্যক্তির মালিকানাধীন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আটক ব্যক্তির নাম সোহরাব হাওলাদার (৪০)। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালি থানার বাহেরচর গ্রামের মৃত আতাহার হাওলাদারের ছেলে। ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ৪টার দিকে এক নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। ৩-৪ জন ব্যক্তি ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করছেন। এর মধ্যে একজনকে ধাওয়া করে ধরে ফেলেন এলাকাবাসী। বাকিরা পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “নিহতের ভাগ্নে শরিফ মরদেহ শনাক্ত করেছেন। নিহতের পকেট থেকে নগদ ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটির মালিক শফিকও যানটি শনাক্ত করেছেন।”
তিনি আরো বলেন, “এ ঘটনায় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঢাকা/অনিক/মাসুদ