ফরিদপুরে শিশু ধর্ষণ চেষ্টা, ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে মামলা

6 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৪ মার্চ ২০২৫  

ফরিদপুরে শিশু ধর্ষণ চেষ্টা, ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে মামলা

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান।

ফরিদপুরের বোয়ালমারীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বুধই শেখ নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে প্রধান আসামি করে চার জনের নামে মামলা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান। এর আগে বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে শিশুটির বাবা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের একটি গ্রামে গত মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী বাড়ির পশ্চিম পাশে মাঠে খেলতে যায়। সেখান থেকে একই ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের বুধই শেখ (৬১) শিশুটিকে সুকৌশলে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় শিশুর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে বুধই শেখ পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে ওইদিন রাতে শিশুটির বাবাসহ অভিভাবকরা বুধইয়ের কাছে শুনতে গেলে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। পরে শিশুটির বাবা বাদি হয়ে বুধবার দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (৪) (খ) তৎসহ ৩২৩/৫০৬ (২) পেনাল কোড ১৮৬০ ধারায় বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর- ১১।

মামলায় বুধই শেখকে প্রধান আসামি করে চার জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলো- বুধই শেখের ভাই ছলেমান শেখ (৫৫), একই গ্রামের হবি শেখ (৫০) এবং বদিয়ার শেখ (৪৮)।

এর আগেও বুধই শেখের বিরুদ্ধে এ ধরনের কাজে জড়িত থাকার এলাকায় বদনাম রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বুধই শেখ একজন খারাপ প্রকৃতির লোক বলে এলাকায় বদনাম রয়েছে। মামলার পর থেকে বুধই শেখ পলাতক রয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, “ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।”

ঢাকা/তামিম/এস

Read Entire Article