বইমেলায় প্রবন্ধ সংকলন ‘বিংশ একবিংশ’

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫  

বইমেলায় প্রবন্ধ সংকলন ‘বিংশ একবিংশ’

অমর একুশে বইমেলায় আসছে সৌম্য সালেকের নতুন বই প্রবন্ধ সংকলন ‘বিংশ একবিংশ’।

গ্রন্থটি সম্পর্কে লেখক ও কবি সৌম্য সালেক বলেন, “বিংশ একবিংশ। কবিতা, চিত্রকলা, সংগীত, নাটক, রাজনীতি ও সংস্কৃতির বিবিধ অনুষঙ্গ নিয়ে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে লেখা একুশটি রচনার সংকলন। বইটির প্রকাশন প্রকাশনা সংস্থা বুনন। আশা করছি, পয়লা ফাল্গুন থেকে বুননের ৩৫৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।”

তিনি বলেন, “কবিতা কিংবা শিল্পের অবগাহনে হৃদয়ে যে স্ফূর্তি জেগেছে তা সে কবি ও শিল্পীর কাছে কিংবা শিল্পীপ্রেমীদের কাছে লোকে লোকে শুনিয়ে আসার অবকাশ নেই তাই রচনার আঙ্গিকে উন্মুক্তভাবে তুলে ধরার প্রয়াস চালিয়েছি। শিল্পবোধের সঞ্চার, চিত্তবৃত্তি, যুগ-বিশ্লেষণ কিংবা মানবতার কল্যাণের স্বার্থে এসব বক্তব্য যদি কালে কালে হাতে গোনা কয়েকজন হৃদয়বাদী মানুষকেও আকর্ষণ করে তবে শ্রম সার্থক হয়েছে বলে তৃপ্তি পাব।”

সৌম্য সালেক বলেন, “এ গ্রন্থের রচনা-সৃজনে অনেক সহৃদয় কবি-শিল্পী আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন, নিজ নিজ শিল্পক্ষেত্রে তাদের সাফল্য কামনা করি। বইটির প্রচ্ছদ করেছেন খালেদ চৌধুরী।

ঢাকা/এসবি

Read Entire Article