বইমেলায় ভ্রমণগদ্য ‘পূর্ব আফ্রিকার তিনকাহন’

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ফাগুনের মলাট ডেস্ক    || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫  

বইমেলায় ভ্রমণগদ্য ‘পূর্ব আফ্রিকার তিনকাহন’

একুশে বইমেলায় অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে বিশিষ্ট নারী পরিব্রাজক ও কাহিনিকার এলিজা বিনতে এলাহীর ভ্রমণকাহিনি ‘পূর্ব আফ্রিকার তিনকাহন’।

সাবলীল গদ্যে বইটিতে রয়েছে আফ্রিকার তিনটি দেশ যথাক্রমে কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডা ভ্রমণের বিস্তারিত কাহিনি। এই দেশ তিনটির আকর্ষণীয় স্থানের বর্ণনার পাশাপাশি বইটিতে দেশ তিনটির ইতিহাস, ঐতিহ্য, মানুষ ও সাংস্কৃতিক বিবরণ রয়েছে।

গ্রন্থটি সম্পর্কে এলিজা বিনতে এলাহী বলেন, “পূর্ব আফ্রিকার তিনদেশ কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডা ভ্রমণ অভিজ্ঞতা লিখেছি "পূর্ব আফ্রিকার তিনকাহন’ ভ্রমণগদ্যে। আফ্রিকার সংস্কৃতি, প্রত্নস্থল, বৈচিত্র্যপূর্ণ খাবার, মানুষ, বিস্তীর্ণ সাভানা অঞ্চল, জাদুঘর, পাহাড়, প্রাণীদের  কথা যারা পড়তে আগ্রহী তারা সংগ্রহ করতে পারেন বইমেলা থেকে গ্রন্থটি।”

‘পূর্ব আফ্রিকার তিনকাহন’ গ্রন্থটির প্রকাশক অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। 

ঢাকা/এসবি

Read Entire Article