ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:৫৬, ১৭ মার্চ ২০২৫
গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম
বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ ঘটনার মূল অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ মার্চ) রাতে কাহালু উপজেলার পাইকড় এলাকা থেকে ডিবি ও কাহালু থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম কাহালুর আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর।
এর আগে গত বুধবার (১৩ মার্চ) এ দুই শিশু বাড়ির সামনে খেলার সময় খাবারের লোভ দেখিয়ে নুরুল ইসলাম তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে দুই শিশুকে ধর্ষণ করে। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হয়। পরে পরিবার বিষয়টি টের পেলে এবং এলাকায় জানাজানি হলে অভিযুক্ত নুরুল ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পুলিশ খবর পেয়ে শুক্রবার রাতে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় শুক্রবার নুরুল ইসলামের বিরুদ্ধে কাহালু থানায় মামলা দায়ের হয়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, “ঘটনা জানার পর থেকেই আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিলাম।”
আজ (সোমবার) সকাল ১০টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
ঢাকা/এনাম/টিপু