ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রাজধানীর রামপুরায় বনশ্রী ব্লক-সি এলাকায় দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসেন (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই মো. ইমরান হোসেন জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন দোলোয়ার। রাতে তার বন্ধুকে চেকআপ করার জন্য হাসপাতালে রেখে বাসায় ফেরার পথে ঘটে দুর্ঘটনাটি। রাত দেড়টার দিকে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন দেলোয়ার। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মৃত্যু হয় তার।
তিনি আরও জানান, নিহত দেলোয়ারের গ্রামে বাড়ি যশোর জেলার শারশা থানা এলাকায়। দক্ষিণ বনশ্রী নন্দীপাড়া এলাকায় থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এসএনআর/জিকেএস