বরগুনার নির্যার্তিত পরিবারের ব্যয় বহন করবে জামায়াত

7 hours ago 7
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১৭ মার্চ ২০২৫  

বরগুনার নির্যার্তিত পরিবারের ব্যয় বহন করবে জামায়াত

বরগুনার কালিবাড়ী এলাকায় নির্যাতনের শিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান জামায়াতের আমির

বরগুনার কালিবাড়ী এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ এবং এ নিয়ে মামলা করার পর তার বাবাকে হত্যা করা পরিবারের ব্যয় বহনের দায়িত্ব নিয়েছে জামায়াত ইসলামী। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার কালিবাড়ী এলাকায় ওই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা সাংবাদিকদের জানান দলের আমির ডা. শফিকুর রহমান।

এ সময় জামায়াতে ইসলামীর আমির জানান, আজ থেকে আগামী ১৮ বছর পর্যন্ত এই পরিবারের ব্যয় নির্বাহের সকল খরচ বহন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর টাউনহল মাঠে জেলা জামায়াতের আয়োজনে পথসভায় যোগ দেন তিনি।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ‘‘৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা করা উচিৎ। যেখানেই নির্যাতন-অন্যায়, সেখানেই জামায়াত ইসলামী জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে থাকবে।’’  

তিনি আরো বলেন, ‘‘জামায়াত ইসলামী মানবিক বাংলাদেশ নির্মাণ করতে চায়। সব দল তাদের মতো করে দেশ পরিচালনা করেছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কোরআনের আলোকে দেশ‌ পরিচালনা করবে।’’

পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইমরান/বকুল

Read Entire Article