বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১৫ মার্চ ২০২৫   আপডেট: ১৯:২৩, ১৫ মার্চ ২০২৫

বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি

আরকান আর্মির কাছ থেকে ফেরত আনা জেলেরা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কূটনৈতিক তৎপরতা ও আন্তরিক প্রচেষ্টায় মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ২৬ জন বাংলাদেশি জেলে দেশে ফিরে এসেছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে বিজিবির মধ্যস্থতায় তাদের ফেরত আনা হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেকনাফের কে কে খাল এবং শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যাওয়া এসব জেলে ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখা অতিক্রম করে। এ সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়।

জেলেদের মুক্ত করতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করে। দীর্ঘ মধ্যস্থতার পর শুক্রবার বিকেলে আটক জেলেদের ফেরত আনা সম্ভব হয়। এছাড়া আরাকান আর্মির জব্দ করা একটি মাছ ধরার নৌকাও ফেরত এনেছে বিজিবি। বর্তমানে ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “দেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তায় বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।” 

ঢাকা/তারেকুর/মাসুদ

Read Entire Article