বাংলাদেশে সিগারেট কারখানা করবে সিঙ্গাপুর ও ভারতের কোম্পানি

12 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বাংলাদেশে একটি সিগারেট উৎপাদন কারখানা স্থাপন করবে সিঙ্গাপুর ও ভারতের মালিকানাধীন অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেড। কোম্পানিটি চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে রপ্তানিমুখী এ কারখানা গড়ে তুলবে।

এ কারখানা স্থাপনে অ্যালাইড টোব্যাকো কোম্পানি ৯২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা বাংলাদেশের মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ১১২ কোটি ৫০ লাখ টাকা।

কারখানাটি প্রতিষ্ঠানটি ৯২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ৯০০ কোটি সিগারেট স্টিক উৎপাদন করবে, যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ১২৭ জন বাংলাদেশি নাগরিকের। 

এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি করেছে অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেড।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর বেপজা নির্বাহী দপ্তরে এ চুক্তি সই হয়।

বেপজার সদস্য (প্রকৌশল এবং বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) ইমতিয়াজ হোসেন এবং অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টে ইয়ং শেং এডউইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বেপজা নির্বাহী চেয়ারম্যান অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়ে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

চুক্তি সই অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) তাজিম-উর-রহমান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং এলিড টোব্যাকো কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসআরএস/এমকেআর

Read Entire Article