বাকৃবি ও ইবি শাখা ছাত্রদলের গণইফতার

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে শনিবার (১৫ মার্চ) দুস্থ, এতিম ও গরিবদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিক্ষার্থী নিয়ে গণইফতার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে সমাবর্তন চত্বরে আয়োজিত এ ইফতারে দুস্থ, এতিম ও গরিবরা ছাড়াও দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ছাত্রদলের বাকৃবি শাখা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং শিক্ষা ও গণতন্ত্রের অগ্রগতির জন্য দোয়া করা হয়।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, “ইফতারে শিক্ষার্থীদের ঢল প্রমাণ করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে। আর এ ধারা অব্যাহত রাখার মাধ্যমে বাকৃবিকে জাতীয়তাবাদের আতুর ঘরে পরিণত করে সুস্থ ধারার রাজনীতির রোল মডেলে পরিণত করতে সফলভাবে এগিয়ে যাচ্ছে।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আত্মত্যাগের মাস। এ মাসে ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় হতে হবে। আমরা আগামী দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সব ধরনের অন‍্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকব । দেশের স্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল কখনো আপোষ করবে না।”

ইবি শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

এদিকে, ক্রিকেট মাঠে দুই সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে গণইফতারের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

এর আগে, সংগঠনটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে গিয়ে শিক্ষার্থীদের মাঝে টোকেন পৌঁছে দেয়। পরে বিকেলে ছেলেদের জন্য ক্রিকেট মাঠে এবং মেয়েদের জন্য খালেদা জিয়া হলের সামনে ইফতার বিতরণ করে। ইফতারের পাশাপাশি কুরআন তিলাওয়াত আয়োজন করা হয়।

ইফতার ও কুরআন তিলাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মতিনুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. রাশেদুজ্জামান প্রমুখ।

ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা শিক্ষার্থীদের নিয়েই ক্যাম্পাসে পজিটিভ কাজ করতে চাই। আমরা পূর্বের স্বৈরাচার সরকারের কারণে ক্যাম্পাসে সুষ্ঠু রাজনৈতিক কার্যক্রম করতে পারতাম না। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম সুন্দরবাবে করছি। ভবিষ্যতে আমরা এমন সুন্দর কাজ চালিয়ে যেতে চাই।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসনীয়। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য তথা মানুষের জন্য কাজ করবে। রমজান ধৈর্য্য ধারণের মাস ও ঐক্যের মাস। ছাত্রদল ক্যাম্পাসে সবার সঙ্গে একত্রে কাজ করে যাবে।”

তিনি বলেন, “বিএনপি গণমানুষের দল। তাই এসব ভালো কাজের মাধ্যমে ছাত্রদল জাতীয়তাবাদী আদর্শ গণমানুষের কাছে পৌছে দিবে। ১৯৭৫ এর পট পরিবর্তনের পরে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তিনি সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যুক্ত করছিলেন এবং সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছিলেন। বিএনপি ইসলামী জাতীয়তাবাদে বিশ্বাসী। তাই ছাত্রদল সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাবে।”

Read Entire Article