বাবা-ছেলের প্রেমলীলায় রোমান্স নিয়ে ফিরছেন রিতু ভার্মা

1 day ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পর্দায় তার সুন্দর মুখশ্রী, আকর্ষণীয় ফিগার পুরুষ দর্শকের উদাস প্রাণে দোলা দেয়। অভিনয়ের মুন্সিয়ানা দিয়ে ছুঁয়ে যেতে পারেন সব শ্রেণির দর্শকের হৃদয়। তিনি রিতু ভার্মা। এই অভিনেত্রী দক্ষিণ ভারতের সিনেমায় রোমান্টিক চরিত্রে অনবদ্য এক শিল্পী। ‌‘নিন্নিলা নিন্নিলা’, ‘বারুডু কাভালেনু’ সিনেমাগুলোতে সে প্রমাণ মেলে।

৩৪ বছর বয়সী এই তারকা আবারও ফিরছেন নতুন রোমান্স নিয়ে। মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘মজাকা’। সম্প্রতি প্রকাশ হয়েছে ছবিটির টিজার। নতুন এ ছবিতে রিতু রোমান্স করবেন সুন্দীপ কিষ্ণর সঙ্গে। ট্রিনাধ রাও নাক্কিনা পরিচালিত এই ছবির টিজার রিলিজ হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রকাশ হওয়া টিজারটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি করেছে।

‘মজাকা’ ছবির গল্প ভিশাখাপত্তনমের এক দারুণ চটপটে বাবা-ছেলের প্রেমলীলা নিয়ে। ছবিতে দেখা যাবে, বাবা এবং ছেলে দুজনই একসঙ্গে প্রেমে পড়েছেন। সুন্দীপ কিষ্ণ প্রেমে পড়েন রিতু ভার্মার। আর বাবা চরিত্রের রাও রমেশকে দেখা যাবে ৩০ বছর বয়সী এক যুবতীয় প্রেমে মজেছেন।

একসঙ্গে বাবা ও ছেলের প্রেমের মধুর এই যাত্রা কতোটা জটিল আকার ধারণ করে তাই ফুটে উঠবে ছবিটিতে হাস্যরস ও রোমান্সের আড়ালে।

ছবিতে মজার একটি চরিত্রে অভিনয় করেছেন মুরলি শর্মা। লিওন জেমস করেছেন ছবির সংগীত পরিচালনা।

আসছে ২১ ফেব্রুয়ারি ভারতের থিয়েটারগুলোতে মুক্তি পাবে ‌‘মজাকা’।

এলআইএ/এমএস

Read Entire Article