বাহারি পোশাকে ভরপুর ফুটপাটের দোকান

15 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

একদিকে ফুটপাত থেকে দোকানপাট সরিয়ে ফেলা নিয়ে প্রায়ই তোড়জোড় দেখা যায়। পথচারীরাও বেশ বিরক্তি প্রকাশ করেন, সঙ্গত কারণেই। তবে অন্যদিকে এই ফুটপাতের দোকানগুলোই অধিকাংশ মানুষের ঈদ কেনাকাটার গন্তব্য। বছরের অন্য সময়ও থাকে এই দোকানগুলো, তবে ঈদের আগে সেখানেও দেখা যায় বিশেষ কালেকশন।

একশো থেকে দেড়শো টাকার মূল্যের টিশার্ট দিয়ে শুরু হয় এসব ‘ফুটপাত মার্কেট’- এর কালেশন। নারী-পুরুষ-শিশু সবার জন্যই বাহারি সব পোশাক থাকে ফুটপাত ও রাস্তার পাশে ত্রিপল পেড়ে বসানো এই দোকানগুলোতে। কোনো কোনো ফুটপাতে কাঠের চৌকি পেতে স্থায়ী দোকানও দেখা যায়। সারিবদ্ধ এমন দোকান দেখা যায় রাজধানীর প্রায় সব এলাকাতেই। তবে কিছু ‍কিছু এলাকার ফুটপাত মার্কেট বিশেষভাবে জনপ্রিয়। যেমন- ঢাকা কলেজ সংলগ্ন ফুটপাতসহ পুরো নিউমার্কেট এলাকার ফুটপাতগুলো, এলিফ্যান্ট রোড, মোহম্মদপুর কৃষি মার্কেট, খিলগাঁও তালতলা মার্কেট এলাকা, মিরপুরের একাধিক এলাকা ইত্যাদি।

কী কী পাওয়া যায় এসব ফুটপাতে? বলতে পারেন, প্রায় সবই। নারী-পুরুষ-শিশুদের যাবতীয় পোশাকের পাশাপাশি সেখানে আছে জুতো, প্রশাধনী, গয়না, ক্রোকারিজ, মাজুনী-নেপথলিন জাতীয় জিনিস, ব্যাগ, বিছানার চাদর, ঘরের পর্দা, হাড়ি-পাতিল আরো কত কি।

একশো বা তারও কম মূল্যের পোশাক থেকে শুরু করে পাঁচশো টাকায় পাঞ্জাবি, সালওয়ার কামিজ সেট পেয়ে যাবেন এসব এলাকায়। নারীদের টু-পিস, শাড়ি সবই আছে এখানে। আরো আছে ছিট কাপড়ের দোকান। যারা নিজেরা কাপড় মিলিয়ে কিনতে চান, তাদের জন্য সাশ্রয়ী মূল্যের অনেক ডিজাইনের কাপড় মিলবে এখানে। পুরুষদের জন্য আছে ট্রাউজার, প্যান্ট, শার্ট, ফতুয়া, গেঞ্জি, টুপি, আতর ইত্যাদির সমাহার।

পাঁচশো থেকে এক হাজার টাকায় একজন মানুষের ঈদের জামা কিনে ফেলা সম্ভব এসব দোকানে। তবে যাদের বাজেট আছে, তারা পছন্দ মতো আরো দামী ও জমকালো কাপড়ও পেয়ে যাবেন একটু খুঁজলেই।

এএমপি/জেআইএম

Read Entire Article