বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মুসল্লিদের ব্যাগ তল্লাশি

9 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পবিত্র জুমার নামাজ ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাগ তল্লাশি চালিয়ে ভেতরে প্রবেশ করানো হয় নামাজে অংশ নিতে আসা সাধারণ মুসল্লিদের।

শুক্রবার (১৪ মার্চ) বায়তুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দেখা যায়, র‍্যাব ও পুলিশের উপস্থিতি। মসজিদে মুসল্লিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মুসল্লিদের ব্যাগ তল্লাশি

এসময় মুসল্লিদের গেট দিয়ে প্রবেশ করতে নিরাপত্তার জন্য ব্যাগে তল্লাশি করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। এছাড়াও পল্টন মোড়েও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

গত শুক্রবার (৭ মার্চ) নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফত’ সমাবেশ ঘিরে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়। এদিন র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, ডিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরা দ্বায়িত্ব পালন করেন।

কেআর/বিএ/জিকেএস

Read Entire Article