বিপিএলের রোল অব অনার

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ২২:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বিপিএলের রোল অব অনার

ফরচুন বরিশাল-চিটাগং কিংসের ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নেমেছে। চিটাগংকে হারিয়ে এগারোতম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল।

বিপিএলের প্রথম আসরে রানার্সআপ হয়েছিল বরিশাল। এবার টানা দ্বিতীয়বার ট্রফি ঘরে তুলেছে। অন্যদিকে চিটাগংয়ের সামনে সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারলো না। 

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হয় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগটি। বিপিএলের একাদশ আসরে সাত দলের লড়াইয়ে ম্যাচ হয়েছে ৪৬টি।

আসর         চ্যাম্পিয়ন  রানার্স-আপ
প্রথম         ঢাকা গ্ল্যাডিয়েটর্স বরিশাল বার্নার্স
দ্বিতীয়     ঢাকা গ্ল্যাডিয়েটর্স  চিটাগং কিংস
তৃতীয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স  বরিশাল বুলস
চতুর্থ    ঢাকা ডায়নামাইটস   রাজশাহী কিংস
পঞ্চম রংপুর রাইডার্স  ঢাকা ডায়নামাইটস
ষষ্ঠ কুমিল্লা ভিক্টোরিয়ান্স   ঢাকা ডায়নামাইটস
সপ্তম রাজশাহী রয়্যালস  খুলনা টাইগার্স
অষ্টম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল
নবম   কুমিল্লা ভিক্টোরিয়ান্স  সিলেট স্ট্রাইকার্স
দশম ফরচুন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স
এগারোতম ফরচুন বরিশাল চিটাগং কিংস 

ঢাকা/রিয়াদ/আমিনুল

Read Entire Article