বিবিসি বাংলার সংবাদ নিয়ে বক্তব্য সংশোধন করতে চাই: প্রেস সচিব

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ২২:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫  

 প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

বিবিসি বাংলার সমালোচনা করার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্য সংশোধন করতে চাই।” 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করে নেন।

পোস্টে শফিকুল আলম লেখেন, “আমি সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাবলি নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনের বিষয়ে যা লিখেছিলাম, তার কিছু অংশের সংশোধন ও ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত, আমি এখন বুঝতে পেরেছি যে আমার দাবির বিপরীতে বিবিসি বাংলা বারবার হাসিনা ভারতে ‘পালিয়ে গেছেন’ লিখেছে। দ্বিতীয়ত, আমি এটাও বুঝতে পেরেছি যে, হাসিনা সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সংবাদ প্রচার করার নিষেধাজ্ঞা জারির পরও তারা তারেক রহমানের সংবাদ প্রচার করেছে। এখন তারেক রহমান বিবিসিকে সাক্ষাৎকার দেবেন কিনা সেটা তার ব্যক্তিগত বিষয়।”

শফিকুল আলম বলেন, “এর বাইরে বিবিসি বাংলা হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে ছিল দাবি করে যা লিখেছিলাম, তা আমি প্রত্যাহার করে নিচ্ছি এবং ক্ষমা চাচ্ছি।”

শফিকুল আলম আরো বলেন, “যদিও আমি ভারসাম্য এবং প্রেক্ষাপটের ঘাটতির জন্য ব্যক্তিগত গল্পগুলোকে দোষ দিতে পারি, তবে আমি স্বীকার করি যে বিবিসি বাংলাদেশের ঘটনাগুলো সঠিক ও ন্যায্যভাবে রিপোর্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার ও হাসিনার ফ্যাসিবাদী শাসনের ফেলে যাওয়া ধ্বংসাত্মক পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে।”

বাংলাদেশের সব সাংবাদিককে বিবিসি বাংলার মানদণ্ডেই কাজ করা উচিত জানিয়ে প্রেস সচিব আরো বলেন, “ভয় বা পক্ষপাত ছাড়াই বিবিসি বাংলার রিপোর্ট করার ক্ষমতা ও তৎপরতা আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়বার এক অপরিহার্য স্তম্ভ।”

ঢাকা/এসবি

Read Entire Article