ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
যশোরের বেনাপোলে সুমন নামের এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা চালানো হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাকমারী গ্রামে এ ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের বাবুর ছেলে। অভিযুক্তের নামও সুমন।
আহত সুমনের চাচি নুরজাহান জানান, সুমন লিবিয়ায় ছিলেন। ছয় মাস আগে দেশে এসেছেন। গয়ড়া গ্রামের শুকুর আলীর ছেলে সুমন তাদের বাড়ির একটি টিভি চুরি করেন। বিষয়টি নিয়ে সালিশি বৈঠক হয়। এতে ক্ষিপ্ত হন সুমন। শুক্রবার রাত সাড়ে ৮টায় সুমনকেে একা পেয়ে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা চালান ওই যুবক। পরে আশপাশের লোকজন ছুটে এলে তিনি পালিয়ে যান।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, এর নেপথ্যের কারণ খুঁজতে পুলিশ মাঠে রয়েছে।
জামাল হোসেন/এসআর/এএসএম