ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
কিশোরগঞ্জের ভৈরবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে লতিফ মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনজন ড্রেজার শ্রমিককে আটক করে।
তারা হলেন, অষ্টগ্রামের ইটনা এলাকার কাস্তল এলাকা কাছু মিয়ার ছেলে আল আমিন (৩০), শুভ মিয়া (২৬) একই এলাকার মনা মিয়া ছেলে আজিজুল (৩১)। পরে জরিমানা আদায় করে তিন ড্রেজার শ্রমিককে ছেড়ে দেন।
সোমবার (১৭ মার্চ) বিকেলে ৪টায় উপজেলার আগানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খালভার্ট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
আদালত সূত্র জানায়, উপজেলার আগানগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড এলাকার খালভার্ট সংলগ্ন ফসলি জমি থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছেন স্থানীয় বাসিন্দা লতিফ মিয়া ও সিজু মিয়া । গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদুওয়ান আহমেদ রাফি নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুওয়ান আহমেদ রাফি জানান, প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজীবুল হাসান/আরএইচ/এএসএম