ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:১৭, ১২ জানুয়ারি ২০২৫
বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক
সাতক্ষীরার ভোমরা সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। দুই বাংলাদেশির জমি চাষে বিএসএফের বাধা দেওয়ার ঘটনায় রোববার (১২ জানুয়ারি) দুপুরে এ পতাকা বৈঠক হয়।
বৈঠকে আগামী ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টির চুড়ান্ত নিস্পত্তি হবে বলে জানানো হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ডার রমেশ কুমার।
সাতক্ষীরার লক্ষীদাড়ি গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বলেন, ‘‘ভোমরা সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে ১০ শতক জমি আমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লিজ নিয়েছি। সেই জমিতে শনিবার (১১ জানুয়ারি) সকালে বোরো ধান রোপণ করতে যাই। এ সময় বিএসএফ ও স্থানীয়রা আমাকে ধান রোপন করতে বাধা দেয়। ওই জমি ভারতের অংশের বলে আস্ফালন করেন তারা। একপর্যায়ে আমি ধানের চারা রোপণ বন্ধ রাখি।’’
একই গ্রামের শাহীন গাজী বলেন, ‘‘আমার বাবা নজরুল গাজী বাড়ির দক্ষিণ পাশে প্রায় ১ বিঘা জমি লিজ নিয়ে ৫০ বছরেরও বেশি সময় ধরে চাষাবাদ করে আসছেন। শনিবার বিকেলে দুইজন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা বাধা দেয়। ওই জমি ভারতের বলে তারা দাবি করেন। বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়।’’
পতাকা বৈঠকের পর বিজিবির সুবেদার আফজাল হোসেন জানান, আপত্তিকৃত অংশ ব্যতিত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত থাকবে। আর আপত্তিকৃত জায়গায় আগামী ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টির চুড়ান্ত নিস্পত্তি হবে বলে একমত পোষণ করা হয়েছে।
ঢাকা/শাহীন/বকুল