ভ্যানযাত্রীদের গাছে বেঁধে ছিনতাই

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১২ মার্চ ২০২৫  

ভ্যানযাত্রীদের গাছে বেঁধে ছিনতাই

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত একটি ভ্যানের যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ঘটনাটি ঘটে। গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে ব্যাটারি চালিত ভ্যানের যাত্রীরা বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফিরছিলেন। নজরপুর বাজারের কাছে পৌঁছালে ধারালো অস্ত্র নিয়ে ভ্যানটির গতিরোধ করে ৯-১০ জন। তারা ভ্যানটির যাত্রীদের রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। 

গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, ‍“খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।” 

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, “কিশোর গ্যাংয়ের কিছু সদস্য ছিনতাই করেছে।”

ঢাকা/মেহেদী/মাসুদ

Read Entire Article