ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
স্বনামধন্য ব্যবসায়িক ব্যক্তিত্ব এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
বুধবার (১২ মার্চ) এক শোক বার্তা পাঠিয়ে এই শোক প্রকাশ করা হয়েছে।
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। সৈয়দ মঞ্জুর এলাহী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
সৈয়দ মনজুর এলাহী ২০০২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালীন পুঁজিবাজার উন্নয়নে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেন।
তার মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় তিনি বলেন, সৈয়দ মঞ্জুর এলাহী দেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সফল ব্যবসায়িক নেতা ছিলেন। শিল্প ও বাণিজ্য, পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকারের নীতিনির্ধারণী পর্যায়েও তিনি সফলতার স্বাক্ষর রেখে গেছেন। তাকে এদেশের ব্যবসায়িক সমাজ, তরুণ উদ্যোক্তা তথা সাধারণ জনগণ সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এমএএস/এমআরএম