মসজিদের চাঁদা তোলা নিয়ে ইফতারের আগে সংঘর্ষ, নিহত ১

8 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আজাহার আলী (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮-১০ জন।

রোববার (১৬ মার্চ) দুপুরে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১৫ মার্চ) ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কাজ চলছে। এজন্য এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন ও কারিমুল গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়। এই জের ধরে শনিবার ইফতারের আগ মুহূর্তে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয় পক্ষের ৮-১০ জন আহত হন। এদের মধ্যে কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী গুরুতর আহত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।

এম এ মালেক/এসআর/জেআইএম

Read Entire Article