মাংসের বদলে ঝোল দেওয়ায় সংঘর্ষ, আহত ৪

2 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫  

মাংসের বদলে ঝোল দেওয়ায় সংঘর্ষ, আহত ৪

সুন্নতে খৎনা অনুষ্ঠানে মাংসের বদলে বারবার ঝোল দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কুষ্টিয়ার কুমারখালীতে সুন্নতে খৎনা অনুষ্ঠানে মাংসের বদলে বারবার ঝোল দেওয়ায় খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। রাশিদুল ইসলামের ছেলে রাফির সুন্নতে খৎনা উপলক্ষে অতিথিদের আপ্যায়ন করা হচ্ছিল।

আহতরা হলেন- উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের আকবরের ছেলে মাহফুজুর রহমান শান্ত (২০), চান্নু হোসেন (৩৫), কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও ইয়াকুবের ছেলে জামিরুল (১৯)। 

এদের মধ্যে শান্তর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশিদুলের ছেলে রাফির সুন্নতে খৎনা উপলক্ষে অন্তত ৩০০ জন স্বজন ও প্রতিবেশীকে আমন্ত্রণ করা হয়েছিল। বিকেলে সাজানো প্যান্ডেলে খাওয়া-দাওয়া চলছিল। সেখানে প্রতিবেশী আকবরের স্ত্রী, দুই সন্তান শান্ত ও চান্নুসহ তার পরিবারের অনন্ত আটজন এক টেবিলে খাচ্ছিলেন। সেখানে খাবার পরিবেশক ছিলেন রাফির মামা শহিদুল। সেসময় চান্নু ঝোলের বদলে মাংসের গামলা বদল করে ভালো মাংস আনতে বলেন।

শহিদুল কয়েকবার গামলা বদল করে দেন। তবে প্রত্যেকবার গামলায় অতিরিক্ত ঝোল থাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অজ্ঞাত পরিচয় একজন চেয়ার দিয়ে আঘাত করে শান্তর মাথা ফাটিয়ে দেন। এ নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “মনোহরপুর এলাকায় খৎনার অনুষ্ঠানে মাংসের ঝোল দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হওয়ার খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।”

ঢাকা/কাঞ্চন/এস

Read Entire Article