মালয়েশিয়ায় ৭৪ বাংলাদেশি আটক

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৪ বাংলাদেশিসহ ১১৬ অভিবাসী আটক হয়েছেন। বৃহস্পতিবার মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের নেগেরি সেম্বিলানের কুয়ালা পিলাহে একটি ইট কারখানা এবং পোর্ট ডিকসনে একটি শিল্প ভবনের নির্মাণস্থল থেকে আলাদা আলাদা অভিযানে তাদের আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সেরেম্বান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, অভিযানে ১৮০ জন বিদেশির নথিপত্র যাচাই-বাছাইয়ের পর এদের মধ্যে থেকে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ১১৬ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে পাকিস্তানি ৯, ইন্দোনেশিয়ার ১৩ পুরুষ এবং ২ নারী, ভারতীয় ৫, মিয়ানমারের ২, বাংলাদেশি ৭৪ এবং চীনের ১১ জন নাগরিক রয়েছেন।

আটক হওয়া ২০ থেকে ৫৫ বছর বয়সী অভিবাসীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।

এএমএ/এমএস

Read Entire Article