ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০২:২৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫
অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম শেষ হয়েছে। পরতে পরতে উত্তেজনা ছড়ানো ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এবার পুরস্কারে ছিল টাকার ছড়াছড়ি। আগেরবারের তুলোনায় যা ২ কোটি ৩ লাখ টাকা বেশি!
এবারের আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চিটাগংয়ের সঙ্গে শেষ ওভারে ম্যাচ হেরে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে যায় তার দল। তবে ব্যাটে বলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে শেষ পর্যন্ত তৃতীয় স্থান করেছেন।
এক নজরে দেখা যাক কার হাতে উঠলো কত টাকার পুরস্কার…
ফরচুন বরিশাল: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পুরস্কার হিসেবে পেয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। যা আগেরবার থেকে ৫০ লাখ বেশি।
চিটাগং কিংস: রানার্স আপ হয়ে ১ কোটি ৫০ লাখ টাকা পেয়েছে চিটাগং।
খুলনা টাইগার্স: দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে তৃতীয় হয়ে ৬০ লাখ টাকা পেয়েছে খুলনা।
রংপুর রাইডার্স: ৮ জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুর হয়েছে চতুর্থ। তারা পেয়েছে ৪০ লাখ টাকা।
তামিম ইকবাল: ফাইনালে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে তামিম হয়েছে ম্যান অব দ্য ফাইনাল। পেয়েছেন ৫ লাখ টাকা।
মেহেদী হাসান মিরাজ: ব্যাট হাতে ১৪ ইনিংসে ৩৫৫ রান ও বোলিংয়ে ১৩ উইকেট নিয়ে বিপিএলের সেরা ক্রিকেটার মিরাজ। তিনি পেয়েছেন ১০ লাখ টাকা।
তানজীদ হাসান তামিম: ১২ ইনিংসে ১ সেঞ্চুরিতে ৪৮৫ রান করে ইমার্জিং ক্রিকেটার নির্বাচিত হন তানজীদ। তিনি পেয়েছেন ৩ লাখ টাকা। এই পুরস্কার এবার প্রথম দেওয়া হয়েছে।
নাইম শেখ: এক সেঞ্চুরি আর তিন ফিফটিতে ৫১১ রান করা নাঈম পেয়েছেন সেরা ব্যাটারের পুরস্কার। তিনি পেয়েছেন ৫ লাখ টাকা।
তাসকিন আহমেদ: ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে তাসকিন হয়েছেন সেরা বোলার। তিনি পেয়েছেন ৫ লাখ টাকা।
মুশফিকুর রহিম: ১২টি ক্যাচ ও ২টি স্ট্যাম্পিং করে সেরা ফিল্ডার হয়েছেন মুশফিক। তিনি পেয়েছেন ৩ লাখ টাকা।
ঢাকা/রিয়াদ