ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:২১, ১২ জানুয়ারি ২০২৫ আপডেট: ২১:২২, ১২ জানুয়ারি ২০২৫
আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা রবিবার বিকেলে সংঘর্ষে জড়ায়
ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে হলের সিট নবায়নকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংঘর্ষ চলে।
আহতরা হলেন- মেহেদী হাসান শিমুল, আল আমিন, সবুজ, রিফাত, তানভীরসহ অন্তত ১০ জন।
আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ বলেন, “হলের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে গন্ডগোলের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও সেনাবাহিনী কাজ করছে।”
ময়মনসিংহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরাও কাজ করছি। যা হয়েছে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণেই হয়েছে।”
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। আমাদের সঙ্গে সেনাবাহিনীও রয়েছে।”
ঢাকা/মিলন/মাসুদ