যানবাহন থেকে চাঁদা আদায়, চিহ্নিত দুই চাঁদাবাজ গ্রেফতার

23 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজধানীর কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় আদায়কৃত টাকাসহ দুই চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ।

শনিবার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।

গতকাল শুক্রবার (২১ মার্চ) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে কোতয়ালী থানাধীন বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরগ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. পারভেজ (৩০) ও মো. তছলিম (৪৮)। এসময় তাদের হেফাজত থেকে উত্তোলিত চাঁদার ৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শুক্রবার দুপুরে থানার একটি টহল টিম সংবাদ পায়, কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রিজের নিচে ট্রাক স্ট্যান্ড এলাকায় কতিপয় চাঁদাবাজ ভয়-ভীতি দেখিয়ে কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ ও ভ্যান গাড়িসহ বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত সেখানে পৌঁছায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পারভেজ ও মো. তছলিমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ২/৩ জন চাঁদাবাজ কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত মোট ৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে বাবুবাজার ব্রিজের নিচে ট্রাক স্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান, ট্রাক, মিনি ট্রাক, পিকআপ ও ভ্যান গাড়িসহ বিভিন্ন যানবাহন হতে ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক চাঁদাবাজদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।।

কেআর/এমকেআর

Read Entire Article