যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে মঙ্গলবার কথা বলবেন ট্রাম্প

7 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১১:১০, ১৭ মার্চ ২০২৫   আপডেট: ১১:১২, ১৭ মার্চ ২০২৫

যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে মঙ্গলবার কথা বলবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মঙ্গলবার (১৮ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন।

সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার (১৬ মার্চ) ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা দেখতে চাই যে, আমরা সেই যুদ্ধের অবসান ঘটাতে পারি কিনা। হয়তো আমরা পারব, হয়তো আমরা পারব না। তবে আমার মনে হয় আমাদের খুব ভালো সুযোগ আছে।” 

গত সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের কাছে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটন। ইউক্রেন প্রস্তাব মানলেও তাতে পাল্টা শর্ত আরোপ করেন পুতিন। তিনি যুদ্ধবিরতির জন্য কিছু বিষয় সংযোজন-বিয়োজন করতে হবে বলে মত প্রকাশ করেন।

গত শুক্রবার ক্রেমলিন জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের বিশেষ দূতের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে একটি বার্তা পাঠিয়েছেন। দুই প্রেসিডেন্টের মধ্যে বিষয়টি নিয়ে টেলিফোনে আলাপ হবে।

এরপর স্থানীয় সময় রবিবার (১৭) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানালেন, তিনি মঙ্গলবার (১৮ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলবেন। 

ইউক্রেনে রাশিয়ার দখলকৃত অঞ্চল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা ভূমি নিয়ে কথা বলব। আমরা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলব। আমি মনে করি এর অনেক বিষয় নিয়ে ইতিমধ্যেই ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই আলোচনা করেছে। আমরা ইতিমধ্যেই কিছু সম্পদ ভাগ করে নেওয়ার বিষয়ে কথা বলেছি।”

ঢাকা/ফিরোজ

Read Entire Article