রমজানে চিনির দাম বাড়ানোয় পাকিস্তানে মিল মালিক ও ডিলারদের তলব

9 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পবিত্র রমজান মাসে চিনির মূল্যবৃদ্ধির ঘটনায় মিল মালিক ও প্রধান ডিলারদের ইসলামাবাদে তলব করেছে পাকিস্তানের উৎপাদন মন্ত্রণালয়। রোববার (১৬ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মিল মালিক ও বড় ডিলারদের আগামী সোমবার ইসলামাবাদে ডাকা হয়েছে।

আরও পড়ুন>>

পাকিস্তানি উৎপাদন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চিনি রপ্তানির অনুমতি দেওয়ার বিনিময়ে দাম না বাড়ানোর বিষয়ে মিল অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। তবে রপ্তানির পর চিনির দাম কেজিপ্রতি ১৭০ রুপি পর্যন্ত বেড়ে যায়।

এ ঘটনায় বাজারে কারসাজির সঙ্গে জড়িতদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করা হচ্ছে।

এর আগে, গত ১৪ মার্চ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চিনির মূল্যবৃদ্ধির বিষয়ে নজর দেন এবং মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উচ্চপর্যায়ের এক বৈঠকে পাকিস্তানি প্রধানমন্ত্রী দেশের চিনির সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তাকে চিনির বর্তমান চাহিদা, সরবরাহ ও মূল্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

শাহবাজ শরীফ বলেন, চিনি মজুত করে এবং কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধি কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি অবৈধ মজুদদার ও মুনাফালোভীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এছাড়া চিনির সরবরাহ ও চাহিদার ওপর নিবিড় নজরদারি নিশ্চিত করার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

কেএএ/

Read Entire Article