রাকেশ পান্ডে মারা গেছেন

1 day ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১১:১৮, ২৩ মার্চ ২০২৫   আপডেট: ১১:১৯, ২৩ মার্চ ২০২৫

রাকেশ পান্ডে মারা গেছেন

রাকেশ পান্ডে

বলিউড ও ভোজপুরি সিনেমার অভিনেতা রাকেশ পান্ডে মারা গেছেন। গত ২১ মার্চ সকাল ৮টা ৪৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হলে রাকেশ পান্ডেকে মুম্বাইয়ে জুহুর আরোগ্যনিধি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউ-তে রাখা হয়। সেখানে মারা যান তিনি। শাস্ত্রী নগর শ্মশানে রাকেশ পান্ডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

১৯৬৯ সালে বাসু চট্টোপাধ্যায়ের ‘সারা আকাশ’ সিনেমার মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেন রাকেশ পান্ডে। অভিষেক সিনেমা দিয়েই পরিচিতি পান। এমনকি এই সিনেমার জন্য রাষ্ট্রপতি পুরস্কারও লাভ করেন।

তবে রাকেশ পান্ডের অভিনয়ের হাতেখড়ি মঞ্চনাটক দিয়ে। পুনেতে অভিনয়ের প্রশিক্ষণ নেন। ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সদস্যও ছিলেন এই অভিনেতা।

রাকেশ পান্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুদর্শন চক্র’। ২০২৩ সালে মুক্তি পায় এটি। তার অভিনীত উল্লেখযোগ্য বলিউড সিনেমা হলো— ‘ইন্ডিয়ান’, ‘দিল চাহতা হ্যায়’, ‘বেটা হো তো অ্যায়সা’, ‘চ্যাম্পিয়ন’, ‘অমর প্রেম’, ‘হিমালয় সে উঁচা’ প্রমুখ।

ঢাকা/শান্ত

Read Entire Article