ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ০৮:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৫ আপডেট: ০৮:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৫
বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বছরজুড়েই বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ড করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কিছুদিন আগে ভারতের শত্রুদেশ পাকিস্তানে গিয়ে সেখানকার এক নাগরিককে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন রাখি। এ নিয়ে জলঘোলা কম হয়নি। এবার পাকিস্তানের এক মুফতি রাখিকে বিয়ের প্রস্তাব দিলেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ট্রিবিউন ডটকম জানিয়েছে, রাখি সাওয়ান্তকে বিয়ের প্রস্তাব দিয়েছেন মুফতি আব্দুল কাভি। উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ডের জন্য পরিচিত তিনি। কান্দিল বালুচের মামলায়ও নাম জড়িয়েছিল তার।
মুনিজায় মঈনের একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নানা বিষয়ে কথা বলেন পাকিস্তানি মুফতি কাভি। এক পর্যায়ে রাখি সাওয়ান্তের প্রসঙ্গ উঠে আসে। এরপর মুফতি কাভি বলেন, “আমি বিয়ের জন্য এখনই প্রস্তুত। কিন্তু একটি শর্ত আছে। তাহলো— তাকে বিয়ের জন্য প্রথমে আমি আমার মায়ের অনুমতি নেব। যদি তিনি অনুমতি দেন তবেই বিয়ে করব। কারণ এটি তার (মা) আদেশ।”
মুফতি কাভির বিয়ের প্রস্তাব রাখি সাওয়ান্ত পর্যন্ত পৌঁছেছে। এ নিয়ে নিজের সিদ্ধান্তের কথাও প্রকাশ করেছেন। এক ভিডিও বার্তায় রাখি বলেন, “আমি একজন মাওলানাকে বিয়ে করতে আগ্রহী। কারণ আমার বোন সানা খানও একজন মুফতিকে বিয়ে করেছেন।”
২০১৯ সালে ব্যবসায়ী রীতেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান রাখি। যদিও অনেকেই ধারণা করেছিলেন, বিয়ের বিষয়টি বানিয়ে বলেছেন এই অভিনেত্রী। ভক্তদের অনুরোধে ২০২১ সালে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে সর্বপ্রথম স্বামীকে প্রকাশ্যে আনেন। পরবর্তীতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রাখি সাওয়ান্ত।
২০২৩ সালে আদিল ডুরানিকে বিয়ে করেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। প্রিয় মানুষকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হন। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম বদলে রাখেন— ফাতিমা। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে ভেঙে যায় তাদের সংসার। এ নিয়ে কাদাছোড়াছুড়ি কম হয়নি। রাখির দায়েরকৃত মামলায় জেলও খাটতে হয়েছে আদিলকে। আপাতত রাখি সিঙ্গেল।
ঢাকা/শান্ত