রাজধানীতে ইন্টারনেট ব্যবসায়ীর আত্মহত্যা

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজধানীর বংশাল থানার আগামাসি লেন এলাকার একটি বাসায় ইয়াসিন আরাফাত বাপ্পি (৩৪) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহতের বাবা মো. জাবেদ বলেন, আমার ছেলে ইন্টারনেটের ব্যবসা করে। তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহের জের ধরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/এমএস

Read Entire Article