রাজধানীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোছা. হালিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাই মো. সেলিম জানান, সকাল ১০টার দিকে বাসার সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হালিমা বেগম মিরপুর-১১ তে স্বামী আমজাদ হাওলাদারের সঙ্গে থাকতেন। তিনি ৩ ছেলে-মেয়ের জননী ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এএমএ/এএসএম

Read Entire Article