রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের গণসংবর্ধনা দিলো শিবির

2 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগে প্রথম সাতজন পজিশনধারী শিক্ষার্থীদের গণসংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের পজিশনধারী ১২৫ মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, বই ও খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়।

এ বিষয়ে রাবি শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, জন্মলগ্ন থেকে শিবির শিক্ষামূলক কার্যক্রম, গবেষণা নিয়ে কাজ করছে। কিন্তু গত ১৫-১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্টদের কারণে আমরা প্রকাশ্যে কোনো কাজ করতে পারিনি। ট্যাগের রাজনীতি না করে, আসুন আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, যখন হল প্রভোস্ট ছিলাম তখন দেখতাম টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রীরা হলে সিট পাচ্ছে। বর্তমানে সে অবস্থার পরিবর্তন ঘটেছে। বর্তমানে মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা হলে উঠছে।

শিবিরের কেন্দ্রীয় জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, এমন একটি দেশে আমরা বসবাস করি যেখানে মেধার কোনো মূল্যায়ন হয় না। স্বাধীনতার পর দেশে যেভাবে কারিগরি, গবেষণা কার্যক্রমের বিকাশ হওয়া দরকার ছিল সেভাবে হয়নি।

এসময় রাবি শিবিরের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, আব্দুর রহিম, বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস

Read Entire Article