রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৫ মার্চ ২০২৫  

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ

রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুই ট্রেনের একটি পরিষ্কারের জন্য ওয়াশপিটে যাচ্ছিল, অন্যটি ওয়াশপিট থেকে বের হচ্ছিল। যাত্রীবিহীন থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে সংঘর্ষের ফলে উভয় ট্রেনের একটি করে বগি লাইনচ্যুত হয়ে পড়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, ‘‘ওয়াশপিটে পরিষ্কারের পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন হয়। পাশাপাশি সংঘর্ষের ফলে উভয় ট্রেনের একটি করে বগি লাইন থেকে নেমে যায়। তবে, যাত্রী না থাকায় কেউ আহত হননি।’’

তিনি আরো বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির বগি উদ্ধার কাজ শুরু হয়েছে, তবে কিছুটা সময় লাগবে। দুর্ঘটনার কারণে ট্রেনগুলোর নির্ধারিত সময়ের দেরিতে ছাড়বে। যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ লাগবে, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

Read Entire Article