ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৫:৪৯, ১৭ মার্চ ২০২৫
গ্যারি চার্লস পিটার্স
এক দিনের ঝটিকা সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়-সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ও প্রভাবশালী সিনেটর গ্যারি চার্লস পিটার্স। সোমবার (১৭ মার্চ) রাতে বাংলাদেশে পৌঁছাবেন তিনি।
সফরকালে তিনি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানের সঙ্গে আলাদা বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। আলোচনায় তিন বাহিনীর জন্য মার্কিন নিরাপত্তা সরঞ্জাম বিক্রির প্রস্তাবও উঠতে পারে।
সিনেটর গ্যারি চার্লস পিটার্স পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
গ্যারি চার্লস পিটার্স যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর হলেও দেশটির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সফর শেষে মঙ্গলবারই তিনি ঢাকা ছাড়বেন বলে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে।
ঢাকা/হাসান/রফিক