রাশমিকার সঙ্গে বিতর্কিত নাচের দৃশ্য নিয়ে যা বললেন ভিকি

2 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কয়েকদিন ধরে টালিউডে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। এর মাঝে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অল্প সময়ের জন্য কলকাতায় এসেছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। জানা গেছে এখানে তার নতুন ‘ছাবা’ সিনেমা প্রচারে এসেছিলেন। দক্ষিণ কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হন এ অভিনেতা।

কিছুদিন আগে সিনেমাতে একটি নাচের দৃশ্যকে কেন্দ্র করে আপত্তি ওঠে। ভিকি জানালেন, দর্শকের কথা মাথায় রেখেই ছবি থেকে সেই দৃশ্য বাদ দেওয়া হয়েছে। কলকাতায় এসে সে প্রসঙ্গে ভিকি আরও বলেন, ‘আমাদের কাছে কোনো একটি দৃশ্যের তুলনায় সম্ভাজি মহারাজের গল্পটি দর্শকের কাছে তুলে ধরা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

শুক্রবার সকাল থেকেই শহরে তার ঠাসা কর্মসূচি। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা পর সাংবাদিকদের সামনে উপস্থিত হলেন অভিনেতা। পরনে কালো পাঞ্জাবি এবং ছাইরঙা পাজামা। গলায় উত্তরীয়। ভিকি এসে বললেন, ‘দেরি হওয়ার জন্য দুঃখিত। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন দেখে আমি আপ্লুত।’এরপরেই বাংলায় ভিকি বললেন, ‘ট্রেলার দেখে গায়ে কাঁটা দিল?’ কলকাতায় আসার জন্য তিনি বাংলায় কিছু কথা শিখেছেন।

ভিকি আরও বলেন, ‘কলকাতায় এসে ভালো লাগছে। এই বছর ভ্যালেন্টাইন্স ডে নয়, পরিবার এবং বন্ধুদের নিয়ে আমার ছবি দেখুন।’ নিজের চরিত্রের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়েছে অভিনেতাকে। ‘ছাবা’র জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছি। সাত মাসের প্রস্তুতি নিতে হয়েছিল’, বললেন ভিকি।

রাশমিকার সঙ্গে বিতর্কিত নাচের দৃশ্য নিয়ে যা বললেন ভিকি

এরই মধ্যে বলিউডে এক দশক পার করে ফেলেছেন ভিকি। তিনি মনে করেন, দর্শক এবং ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব ছিল না। পাশাপাশি বলেন, ‘এখনো ভাবলে অবাক লাগে। আশা করি, আগামী দিনেও এভাবেই আপনার আমার পাশে থাকবেন।’ এ সিনেমার জন্য তাকে নিয়মিত পরিচালক এবং চিত্রনাট্যকারের সঙ্গে বসে ছত্রপতি সম্ভাজি মহারাজের সময়কাল সম্পর্কে বুঝতে হয়েছে। প্রতিদিন ৪-৫ ঘণ্টা ধরে পড়াশোনা করতে হয়েছে, এমনই জানালেন ভিকি কৌশল।

আরও পড়ুন:

অতীতেও বায়োপিকে অভিনয় করেছেন ভিকি, ‘স্যাম বাহাদুর’, ‘সর্দার উধম’। বায়োপিকের ক্ষেত্রে ভিকি সাবধান থাকেন। এ প্রসঙ্গে বলেন, ‘যাদের চরিত্রে অভিনয় করছি বা যে দর্শক ছবিটা দেখবেন, তাদের অনুভূতিতে যেনো কোনো আঘাত না লাগে, সে দিকে খেয়াল রাখি। একটু ভয়ও লাগে।’

এমএমএফ/এমএস

Read Entire Article