ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মহাসচিব মাওলানা অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, পরিবারে শুদ্ধির জন্য, সমাজ শুদ্ধির জন্য, রাষ্ট্রের শুদ্ধির জন্য কোরআনের শাসন দরকার। তাহলে সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সচেতন মুসলমান ইসলামকে উপেক্ষা করে মানবরচিত কোনো মতবাদে বিশ্বাসী হতে পারে না।
ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট বায়েজীদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট সরদার মানিক, অ্যাডভোকেট তোতা, অ্যাডভোকেট হানিফ, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট শেখ লুৎফর রহমান, অ্যাডভোকেট আ. হামিদ হোসেন, অ্যাডভোকেট বরকতউল্লাহ লতিফ, অ্যাডভোকেট আনিচুর রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ইজারুল ইসলাম, অ্যাডভোকেট মো. বিল্লাল মজুমদারসহ ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতারা।
এফএইচ/এমএএইচ/এমএস