লবলং নদে দিনে ১ লাখ ৮০ হাজার ঘনমিটার বর্জ্য ফেলা হচ্ছে

4 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গাজীপুরের লবলং নদে প্রতিদিন এক লাখ ৮০ হাজার ঘনমিটার বর্জ্য নির্গত হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় শিল্প ও গৃহস্থালীজাত বিপুল পরিমাণ কঠিন বর্জ্য সরাসরি নদীতে ফেলার ফলে এক সময়ের লবলং নদী এখন খালে পরিণত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে পরিবেশ অধিদপ্তর গাজীপুরের বিভিন্ন কল কারখানার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে গাছা খাল ও লবলং নদের দূষণ রোধে অনুষ্ঠিত সেমিনারে এ তথ্য জানানো হয়।

মহানগরের বীজ প্রত্যয়ন এজেন্সির অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মু. সোহরাব আলী।

পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক মো.আরেফিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক মো. আবুল কালাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহতাসিম বিল্লাহ, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু ও নদী পরিব্রাজক দল গাজীপুরের সভাপতি মনির হোসেন মোল্লা, পরিবেশ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক মনিরুল হক ও সহকারী পরিচালক (ঢাকা) মো. সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

এমএআই/আরএইচ/জেআইএম

Read Entire Article