লাখো রোহিঙ্গার ইফতারে পদদলিত হয়ে বৃদ্ধের মৃত্যু

5 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কক্সবাজারের উখিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে লাখো রোহিঙ্গার ইফতার অনুষ্ঠানে পদদলিত হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলের দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নেয়ামত উল্লাহ (৫৫) ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে।

আহতরা হলেন, একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ এবং বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ। আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীর জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পাহাড়ের ঢাল থেকে হঠাৎ পড়ে পদদলিত হয়ে ৩ জন আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

Read Entire Article