শাহ আমানতে ৫০ লাখ টাকার সোনাসহ মোয়াল্লেম আটক

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৬৯ হাজার টাকার স্বর্ণালংকারসহ শাহিন আল মামুন নামে ওমরা হজের এক মোয়াল্লেমকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।

বুধবার (১২ মার্চ) সকালে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি১৩৬’ ফ্লাইটে আসা ওই মোয়াল্লেমকে আটক করা হয়। তিনি রাঙামাটির বাসিন্দা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফ্লাইটটি সকাল ৮টা ৩৬ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে যাওয়ার সময় শাহিন আল মামুনকে আটক করেন এনএসআই সদস্যরা।

এ সময় তাকে তল্লাশি করে হাত ব্যাগ ও প্যান্টের পকেট থেকে ১২টি সোনার চুড়ি (২২ ক্যারেট) উদ্ধার করা হয়, যার ওজন ৪০০ গ্রাম। জব্দ স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা বলে জানান ইব্রাহিম খলিল।

পরে জব্দ স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। ওই যাত্রীর ব্যাগেজ সুবিধায় কোনো স্বর্ণালংকার নেই বলেও জানান এই কর্মকর্তা।

এমডিআইএইচ/ইএ/এএসএম

Read Entire Article