শিক্ষার্থীকে ইঙ্গিত করে অশোভন আচরণ, অভিযুক্ত গ্রেপ্তার

2 days ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১২ মার্চ ২০২৫  

শিক্ষার্থীকে ইঙ্গিত করে অশোভন আচরণ, অভিযুক্ত গ্রেপ্তার

গ্রেপ্তার রানা

রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর সামনে অশোভন আচরণ করার অভিযোগে মো. রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) ভোরে নওগাঁর মান্দা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন: শিক্ষার্থীকে ইঙ্গিত করে অশোভন আচরণ, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

গ্রেপ্তার রানা রাজশাহী নগরের কেশবপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রী বুধবার সকালে রাজশাহীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ছাত্রী গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশায় ওঠেন। তার সামনে বসা রানা একাধিকবার ছাত্রীর পায়ে নিজের পা স্পর্শ করেন এবং একপর্যায়ে নিজের স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ করতে থাকেন।

ছাত্রী ঘটনার ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে প্রকাশ করলে তা ভাইরাল হয়ে যায়। এরপর স্থানীয় ছাত্র ও জনতা রানার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে। তবে তিনি স্ত্রী-সন্তানসহ বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গোয়েন্দা পুলিশ রানাকে নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। অতীতেও তিনি এ ধরনের কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

ঢাকা/কেয়া/মাসুদ

Read Entire Article