শুল্কের টাকা মানুষের উন্নয়নেই ব্যয় করা হবে: শফিকুল আলম

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

শুল্কের টাকা দেশের মানুষের উন্নয়নেই ব্যয় করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১২ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, দেশের অর্থনীতির প্রবৃদ্ধির লক্ষ্যে শুল্ক ও জিডিপিকে একটি ভালো অবস্থানে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে সরকার। একটি দেশের শুল্ক ও জিডিপি কমে গেলে উন্নয়নের জন্য যে অর্থ ঋণ করা হয় তা পরিশোধ পড়া অসম্ভব হয়ে পড়ে।

তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য যে আর্থিক সক্ষমতা প্রয়োজন বর্তমানে তা বাধাগ্রস্ত হচ্ছে। সে জায়গাগুলোকে বিচার করেই শুল্ক আরোপ করা হয়েছে।

সামনের দিনগুলোতে বাংলাদেশের মানুষের উন্নয়নে এই টাকাগুলো ব্যয় হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে খরচ কীভাবে কমানো যায় সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত সরকারের সময় প্রধানমন্ত্রীর বহরে ২০০ থেকে ৩০০ জনের বহর থাকলেও বর্তমানে প্রধান উপদেষ্টা যখন বিদেশ যাচ্ছেন তখন বড়জোর ৪০ থেকে ৫০ জনের বহর থাকছে। বহরের লোকজনের মধ্যে তার নিরাপত্তার জন্যই বেশি মানুষ যাচ্ছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, অতীতের সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকার ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছে। সেখানে সব জায়গায় অপচয় করা হয়েছে। উদাহরণস্বরূপ তিনি কর্ণফুলীর টানেলের কথা উল্লেখ করে বলেন, কর্ণফুলী টানেলের এপার থেকে ওপার গিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বিশ্রাম নেবেন এ কারণে সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে সেভেনস্টার হোটেল করেছেন। এটি কার টাকায় তিনি করলেন?

এমইউ/ইএ/জেআইএম

Read Entire Article