ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
গেল ম্যাচেই প্রাইম ব্যাংককে হারিয়ে কক্ষপথে চলে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগামীকাল শনিবার আকবর আলীর দলের সামনে বড় বাঁধা কাগজে কলমের এক নম্বর দল মোহামেডান।
অধিনায়ক তামিম ইকবাল প্রাণপণ চেষ্টা করছেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে মোহামেডানকে এগিয়ে নিতে। যেহেতু লিজেন্ডস অব রূপগঞ্জ ইতিমধ্যেই প্রাইম ব্যাংকের বাঁধা টপকে ফেলেছে, তাই এবারের লিগে বড় ম্যাচের মেজাজের সঙ্গে পরিচিত লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে এবারের লিগে শনিবারই প্রথম বড় ম্যাচ খেলতে নামবে মোহামেডান। সে হিসেবে তামিম ইকবালের দলের অগ্নিপরীক্ষা আগামীকাল। কী করবে সাদা-কালোরা?
ভক্তদের উন্মুখ অপেক্ষা। একটা জমজমাট প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস। দেখা যাক, কাগজে কলমের দুই সেরার মাঠের লড়াই কেমন হয়, কে জেতে?
ব্যাটিং-বোলিংয়ের প্রতিটি জায়গায় মোহামেডান শক্তিশালী। মোহামেডানের তুলনামূলক দুর্বল জায়গা ফিল্ডিং। ৩৫ পেরিয়ে যাওয়া তিন ক্রিকেটার- তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ আগের মতো চঞ্চল ও ক্ষিপ্র নন। আবার খেলেন রোজা রেখে। সঙ্গে মিরাজও রোজা রেখে খেলে খানিক নিষ্প্রভ।
ফিল্ডিংয়ে কিছুটা পিছিয়ে থাকলেও মোহামেডান খানিক পিছিয়ে। তারপরও পজিশন অনুযায়ী মোহামেডান যেকোনো দলের চেয়ে ভালো। যে দলে তিন ম্যাচে রান করে রনি তালুকদারের মতো ওপেনার বাদ পড়ে গেছেন।
মোহামেডানের হয়ে অধিনায়ক তামিম ইকবাল দারুণ পারফর্ম করছেন। প্রথম দুই ম্যাচে রান করতে না পারলেও (২২ ও ১৪ ) পরের দুই ম্যাচে হার না মানা শতরান (১২৫ ও ১০৫) করে দল জিতিয়েছেন অধিনায়ক তামিম। ওয়ান ডাউন মাহিদুল ইসলাম অংকনও উপহার দিয়েছেন দুটি ‘বিগ ফিফটি’।
এর বাইরে তাওহিদ হৃদয় ও তরুণ অলরাউন্ডার আরিফুল ইসলাম এক ম্যাচে রান করেছেন। মুশফিক সেভাবে সুযোগও পাননি। কাফ মাসলের ইনজুরিতে মাঠের বাইরে মাহমুদউল্লাহ। এছাড়াও সাইফউদ্দীন ও আবু হায়দার রনির মতো তিনজন চৌকস ক্রিকেটার আছেন মোহামেডানে। বোলিংয়ের পাশাপাশি বল হাতেও দলকে সার্ভিস দিতে পারেন। ম্যাচ জেতানোর ক্ষমতাও রাখেন।
মোহামেডানের বোলিং লাইনআপের আরও একটি বড় অস্ত্র আছে। কিন্তু জাতীয় দলের ম্যানেজমেন্টের পরামর্শ মেনে এখনও খেলতে নামেননি। তিনি আর কেউ নন, তাসকিন আহমেদ। দেশের এক নম্বর ফাস্টবোলার তাসকিন মোহামেডানের অনেক বড় শক্তি ও সম্পদ।
বিগ ম্যাচে তাসকিন হতে পারেন ‘তরুপের তাস’। অধিনায়ক তামিমের প্রধান বোলিং অস্ত্র তিনি। এর বাইরে দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ মোহামেডান বোলিংকে করেছেন আরও ধারালো। এদের পাশে এবাদত হোসেনও আছেন। ওদিকে ইনজুরিতে পড়ে বাইরে আরেক পেসার মুশফিক হাসান।
ওদিকে লিজেন্ডস অব রূপগঞ্জও কিন্তু কোনো অংশেই কম নয়। টপঅর্ডার ব্যাটিং যেকোনো দলের চেয়ে শক্তিশালী। ফর্মে থাকা টপঅর্ডার তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার আছেন সেই জায়গায়।
প্রায় ম্যাচে ঝড়ের বেগে শুরু করছেন তানজিদ তামিম। সঙ্গে সাইফ-সৌম্য ব্যাকআপ দিচ্ছেন। মিডলঅর্ডারে ধীরস্থির মাহমুদুল হাসান জয়, ফিনিশার জাকের আলী অনিক আর অধিনায়ক আকবর আলী বড় নির্ভরতা। তারপর শেখ মেহেদীর মতো কার্যকর ক্রিকেটার আছেন।
পেস বোলিং ডিপার্টমেন্টে শরিফুল ইসলাম ও তানজিম সাকিব দলটির বড় শক্তির জায়গা। স্পিন অপশনে শেখ মেহেদীর সঙ্গে বাঁহাতি তানভীরও রূপগঞ্জ লাইনআপকে করেছেন সমৃদ্ধ, বাড়িয়েছে বোলিং শক্তি।
অর্থাৎ মোহামেডান-লিজেন্ডস অব রূপগঞ্জ; কেউ কারো চেয়ে কম না। আগামীকাল শনিবার হোম অব ক্রিকেটখ্যাত শেরে বাংলায় এই দুই দলের লড়াই। দেখা যাক, কে হাসে শেষ হাসি।
এআরবি/এমএইচ/জিকেএস